Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিগঞ্জের পল্লীতে ডাকাতি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মুদি ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষ টাকা লুঠ হয়েছে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুদী ব্যবসায়ী খলিলুর রহমানের বাড়িতেই ঘটেছে। তিনি মৃত কুরবান আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ৮/১০ জনের ডাকাত দল বারান্দার ও ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্র দেখিয়ে খলিলুর রহমানসহ ঘরে থাকা সকলকে বেঁধে ফেলে তারা। এ সময় ঘরে থাকা ব্যবসার নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ ১০ লাখ টাকা লুঠ করে নিয়ে যায়। বাঁধা দেয়ায় ব্যবসায়ী খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়েছে ডাকাত দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ