Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ছিনতাই করে গাড়ি থেকে ব্যাবসায়ীকে নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকার সাভারে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মুঠফোন ছিনিয়ে নিয়ে চলন্ত প্রাইভেট কার থেকে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন।
আহত টাইলস ব্যবসায়ীর মো. সালা উদ্দিন (৩৫) সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মৃত আরজ আলীর ছেলে।
আহত ব্যবসায়ী জানায়, রাতে সাভারে আসার জন্য হেমায়েতপুর বাসষ্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাসে উঠেন তিনি। বাসটিতে তখন ৬/৭ জন যাত্রী ছিলো। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌছলে বাসটি বিকল হওয়ার কথা বলে সবাইকে নামিয়ে দেয় চালক। তখন তিনি বাস থেকে নেমে দাড়ালে পিছন থেকে আসা একটি প্রাইভেট কার ৫ যুবক তাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে চোঁখ বেধে মারধর করে নগদ তিন হাজার ঢাকা, মুঠোফোন ও ক্রেডিট কার্ড দিয়ে আরও চার লক্ষ টাকা উঠিয়ে বিভিন্ন সড়ক ঘুরিয়ে জোরপুল এলাকার লালন সিএনজি ফিলিং স্টেশনের সামনে চলন্ত প্রাইভেট কার থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে ভর্তি করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, ছিনতাইকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ