বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডাকসু নির্বাচন বর্জনকারী ৫টি প্যানেলের নেতৃত্বে আজ সোমবার ক্লাস বর্জন ও ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গুলো হলো, জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল করা; পুনঃতফসিল ঘোষণা করা; নির্বাচনের সাথে জড়িত ভিসি, চিফ রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যদের পদত্যাগ করা; মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং হামলাকারী সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা। সংবাদ সম্মেলনে অরণি সেমন্তি খান বলেন, এই নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিবভাবে ও জানিয়েছি।
কস্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো ব্যাবস্থা নেয়নি। আমরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যাবস্থা নেইনি। তাই আমরা আন্দোলনে নামছি। এই সময় ৫ টি প্যানেলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।