Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডে মসজিদে হামলা প্রফেসর ড. আসাদুল্লাহ আল-গালিবের নিন্দা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

 গত শুক্রবার নিউজিল্যান্ডের ২টি মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসীর হামলায় ৪৯ জনের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। নিহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী ইহুদী-খ্রিস্টান চক্র কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের এটি বাস্তব নমুনা। এই ঘটনা শুধু মুসলমানদেরকেই নয় বিশ্বের সকল মানবতাবাদী মানুষকে মারাত্মকভাবে আহত করেছে। অথচ বিশ্বমোড়লরা এখন নিশ্চুপ।
তিনি বলেন, এ বিষয়ে যদি জোরালো পদক্ষেপ নেওয়া না হয়, ভবিষ্যতে হয়ত আরো মারাত্মক বিপর্যয়ের খবর শুনতে হতে পারে। তিনি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে কার্যকরী ভ‚মিকা পালন করার আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ