Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুরফুরার পীর দাদা হুজুরের ৮০তম ইন্তেকাল দিবস আজ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দেদে জামান কুতুবুল আলম হযরত আবু বকর সিদ্দিকী (রহ.)-এঁর ৮০ তম ইন্তেকাল দিবস আজ সোমবার (১৮ মার্চ)। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে এক দোয়া ও মিলদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা ও খুলনাসহ বিভিন্ন স্থানে দোয়া ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হবে। ভারতের ফুরফুরা শরীফের দাদা পীরের ইন্তেকাল দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৩৯ সালের এই দিনে ৯৬ বছর বয়সে উপমহাদেশের বিখ্যাত ইসলাম প্রচারক ও সমাজ সংস্কারক দাদা হুজুর নামে পরিচিত প্রখাত পীর আবু বকর সিদ্দিকী (রহ) পর্দা নেন। এ দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহঃ) পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাাহ সিদ্দিকী (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা পীরজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) দাদা পীরের মত ও পথের ওপর দৃঢ় থাকার জন্য তাঁর ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহবান জানিয়েছেন।



 

Show all comments
  • Johiruddin Mondal ২৩ নভেম্বর, ২০২০, ২:১৩ এএম says : 0
    দয়া করে সিলসিলার কিতাবগুলোর এতোগুলো সম্ভব PDF দিন,যাজাকাল্লহু খয়র-❤️।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ