রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় নির্বাচন পরবর্তী বিবাদমান দু-গ্রুপের সংঘর্ষে আফতাব হোসেন (৪৮) ও রতন মোহন্ত নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্ততঃপক্ষে আরো ৮ জন আহত হয়েছে। নিহত আফতাব কালাই উপজেলার পুনট মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও নিহত রতন মোহন্ত একই এলাকার চারু মোহন্তের ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালাই থানার ওসি আব্দুল লতিফ ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, গত শনিবার রাত ৯টার দিকে কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে নির্বাচন পরবর্তী বিবাদমান দু-গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষ্যে ১০ জন আহত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আফতাব হোসেন ও রতন মোহন্তে মৃত্যু হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে এখন পর্যন্ত ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।