বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ নামের একটি সংগঠন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে গ্যাস বিতরণ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় আছে, সেখানে গ্যাসের দাম বাড়ানো খুবই অযৌক্তিক। অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে বাড়ি ভাড়া, যাতায়াত, পণ্য পরিবহনসহ সব খাতের ব্যয় আরও বাড়বে। জনগণের ওপর বিশেষ করে মধ্যবিত্তদের জন্য তা হবে মরার উপর খাঁড়ার ঘা। অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, রঞ্জিত কুমার সাহা, অলিজা হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া, মহানগর সভাপতি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।