Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুগ্ম জেলা জজদের এ.সি.আর চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:৪৩ এএম

নিম্ন আদালতের যুগ্ম জেলা জজদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এ.সি.আর) চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সারাদেশের ২২৫ জন যুগ্ম জেলা জজের এ.সি.আর চেয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে যুগ্ম জেলা ও দায়রা জজ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্যানেল প্রণয়নের বিষয়টি অত্র কোর্টে প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্যানেল প্রণয়নের বিষয়টি নিষ্পত্তির জন্য আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে উল্লিখিত ২২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি জীবনের সকল বার্ষিক গোপনীয় অনুবেদন (এ.সি.আর) পাওয়া একান্ত আবশ্যক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ