Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি এলাকায় তুচ্ছ ঘটনায় কারখানা শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:৪৩ এএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় আরিফ হোসেন (১৫) নামে এক কারখানা শ্রমিককে হত্যা করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ।

নিহত আরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হেলাল মিয়ার ছেলে। সে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের শুক্কু মিয়ার গলিতে থাকতো এবং স্থানীয় একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করতো।

নিহতের বড় ভাই আওলাদ হোসেন বলেন, শুক্রবার বিকেলে আরিফসহ আরও কয়েকজন হাইকোর্ট মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে বাসার দিকে ফিরছিলো তারা। পথিমধ্যে শহীদুল্লাহ হলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ১০/১২ জন যুবকের মধ্যে একজন আরিফের পায়ে লাথি দেয়। এ ঘটনায় আরিফ প্রতিবাদ করলে ওই যুবকরা প্রথমে তাকে মারধর করে ও পরে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্র্শী ও সঙ্গীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয় আরিফের। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ছুরিকাঘাতের ঘটনায় আজ (গতকাল) সকালে নিহতের চাচাতো ভাই একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার সময় থাকা প্রত্যক্ষদর্শী ও আশপাশের মানুষদের সাথে কথা বলে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ