Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগণের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হলে কোন ছাড় নয়

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আমরা কোন অপবাদ ঘাড়ে নিতে চাই না। ভোট হবে অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। জনগণের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হলে কোন ছাড় নয়। আপনারা প্রিজাইডিং অফিসার, পুরো কেন্দ্রের দায়িত্ব আপনাদের। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দিবেন না।
গতকাল শনিবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচীতে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শ্রীপুরেই শুরু হয়েছিল ছবিযুক্ত ভোটার তালিকার পাইলট প্রকল্প। এই পুরো দায়িত্বটাই তখন আমি পালন করেছি। যার ফলে শ্রীপুরের প্রতি আমার সহানুভ‚তি রয়েছে। এই কারণেই বার বার শ্রীপুরে ছুটে আসি।
দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি বলেন, সৎ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এই পবিত্র দায়িত্ব পালনে আপনাদের যখন যা করা দরকার তা যথাযথ ভাবে করবেন। কোন অবস্থাতেই জাল ভোট প্রদানসহ অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা আখতার, অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর। এ সময় তারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও সকল ভোট গ্রহণ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ