Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘি উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বগুড়ার সান্তাহার প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী কোন প্রার্থী না থাকায় একমাত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। সেই উপলক্ষে আলহাজ সিরাজুল ইসলাম খান রাজুকে একটি বিশাল সংবর্ধনা দেয়া হয়। গত শুক্রবার রাতে সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা সভায় সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক, সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনজার্জ মুসা মিয়া, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আওয়ামী লীগ নেতা সম্পাদক নিসরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, সান্তাহার পৌর আ.লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এস, এম, জাহিদুর বারী, রফিকুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, আলম খান, মুনসুর আলী, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, মমতাজুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সদ্য নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজুকে ফুলের তোড়া ও ক্রেস প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ