Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় কিসের ভোট কখন ভোট ভোটারেরা জানে না!

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদাদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সুষ্ঠু নির্বাচনের দাবিতে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পটিয়ায় একটি অভিজাত রেঁস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, হাবিবুর রহমান, মানস বড়–য়া প্রমুখ। 

চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, মনোনয়ন পত্র দাখিলের পর থেকে তার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার থেকে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার পত্রে স্বাক্ষর আদায় করেন। এমনকি সে মনোনয়ন পত্র চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থাপন করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। তিনি বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে অনেকে ঠিকমত ভোট দিতে না পারায় ভোটারদের মধ্যে ভোটের ব্যাপারে তেমন আগ্রহ নেই। অনেকেই ভোটকে ঘৃণার চোখে দেখছে। আগামী ২৪ মার্চ পটিয়া উপজেলায় ভোট হলেও গ্রামাঞ্চলের অনেকে জানেন না কিসের ভোট কখন ভোট। গত তিনদিন ধরে তিনি পটিয়ার শান্তিরহাট, বুধপুরা বাজার, জিরি, আশিয়া, বড়লিয়ার বিভিন্নস্থানে গণসংযোগ করতে গিয়ে ভোটারদের মধ্যে নেতিবাচক মনোভাব লক্ষ্য করেন। ভোটারদের মধ্যে যাতে আস্থা ফিরে আসে, ভোটাররা যেন ভোটের প্রতি আগ্রহী হয় তাই আগামী ২৪ মার্চ ভোটারগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানান। এছাড়া তার প্রতীক দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য পটিয়াবাসীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ