বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আমিনুল হক আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু সেখানের হাসপাতাল অপারগতা প্রকাশ করে তাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। বিএনপির এই প্রবীন জনপ্রিয় নেতা উচ্চ রক্তচাপ, শ্বাস কষ্টসহ নানা রোগে ভুগছেন। গত বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাকে ইউনাইটেড হাসপাতালে দেখতে যান। তারা হাসপাতালে ব্যারিস্টার আমিনুলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।