বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শাহ আলম ওরফে ফর্মা আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণগাঁও এলাকার ১নং লাইনে এ ঘটনা ঘটে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে আলমকে আটক করা হয়। এদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও শিশুটির স্বজন সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ১নং লাইনে বাসার পাশেই খলাধুলার জন্য শিশুটি বের হয়। পার্শ্ববর্তী একটি বাসার ছাদে খেলা করছিল সে। পরে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী পরিচিত আব্দুর রব (৫০) নামে এক ব্যক্তি তার ঘরে নিয়ে শিশুটিকে জোর করে ধর্ষণ করে। আলম ধর্ষণে সহযোগিতা করে। পরে মেয়েটি বাসায় ফিরে আসলে তার শরীরে রক্ত দেখে জিজ্ঞাসা করলে শিশুটি ঘটনা খুলে বলে। তখন মেয়েটির পরিবার তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার পর শিশুটির পরিবার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে আটক করে। তবে আব্দুর রব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। শিশুটিকে বর্তমানে ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের দায়িত্বরত এক চিকিৎসক বলেন, শিশুটি বর্তমানে ভয়ে আছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। স্বজনদের রক্ত জোগাড় করতে বলা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। সবুজবাগ থানার এসআই সাইফুর রহমান বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলমকে আটক করা হয়েছে। আব্দুর রবকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।