Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাস গ্যাসফিল্ডে আগুন

২টি ক‚পের উৎপাদন সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১ নং লোকেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তিতাস ফিল্ডের ১ ও ২ নং গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাাদন বন্ধ রয়েছে। জাতীয় গ্যাস গ্রিডে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল শুক্রবার বাংলাদেশ গ্যাস ফিল্ডের এমডি তৌফিকুর রহমান তপু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তদন্ত করা হবে। গ্যাস ফিল্ডের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রায় সাড়ে ৫ টায় গ্যাস ক্ষেত্রের-১নংলোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা কনডেনসেড (অপরিশোধিত জ্বালানি তেল) থেকে আকস্মিকভাবে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই আগুন করে কয়েকশ ফুট ওপরে উঠে যায়। এতে ফিল্ড অভ্যন্তরে উদ্বেগ, উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। পাশেই ফিল্ডের সংস্কার কাজ চলছিল। খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। ফ্লেয়ার লাইনের কয়েকশ গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের ১ ও ২ নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্যাসগ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গ্যাস ফিল্ডের নিজস্ব ইউনিট এবং ফোম ব্যবহার করাসহ ৩ টি অগ্নিনির্বাপন ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে এঘটনাকে নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়ে তিতাস গ্যাস কোম্পানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ