Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করছে সালমার মিউজিক কোম্পানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সঙ্গীতশিল্পী সালমা জনপ্রিয় গান গীতা দত্তের গাওয়া ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি নতুন করে গেয়েছেন। পার্থ বড়–য়ার রি-অ্যারেঞ্জম্যান্টে তিনি গানটি গেয়েছেন। জনপ্রিয় এ গানটি গেয়ে সালমাও গর্বিত। যারা সালমাকে নিয়ে নিয়মিত গান করেন তারাও সালমাকে নিয়ে ভিন্ন ধরনের গান করার চিন্তা ভাবনা করছেন। সালমাও তার লালন ঘরানা থেকে বের হয়ে অন্য গান গাওয়ার জন্য আগ্রহী। এদিকে আগামী স্বাধীনতা দিবসে সালমা তার নিজস্ব অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমা মিউজিক’র শুভ সূচনা করতে যাচ্ছেন। এরইমধ্যে এই প্রতিষ্ঠানের জন্য সালমা বেশ কয়েকটি নতুন গানে কন্ঠ দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভালোবাসি বন্ধু তোকে’, ‘পীরিতের ঘর’, ‘আউলা প্রেম’, ‘পরাণের বন্ধু’ ও ‘বাংলাদেশ’। বর্তমানে ব্যস্ত আছেন গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ নিয়ে। সালমা বলেন, ‘যেহেতু স্বাধীনতা দিবসে সালমা মিউজিক’র শুভ সূচনা হতে যাচ্ছে, তাই সেদিন বাংলাদেশ গানটি প্রকাশের মধ্যদিয়ে সালমা মিউজিকের যাত্রা শুরু হবে। আর তাতে স্বাধীনতা দিবসের সঙ্গে আমার গাওয়া বাংলাদেশ গানটিরও একটি অন্যরকম সম্পৃক্ততা হবে। মূলত আমার স্বামী সাগরের উৎসাহেই সালমা মিউজিকের শুভ সূচনা হতে যাচ্ছে। সবাই আমার জীবনের নতুন যাত্রায় দোয়া করবেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যেন সালমা মিউজিক বিশেষ ভূমিকা রাখতে পারে।’ সালমা জানান, তার নতুন পুরোনো সব গানই পাওয়া যাবে তার চ্যানেলে। এদিকে আগামী পহেলা বৈশাখে তার নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বন্ধু তোকে’ প্রকাশ করবেন। অ্যালবামটির জন্য গান লিখেছেন কবির বকুল, তারেক আনন্দ, রবিউল ইসলাম জীবন, এ মিজান ও জিয়া উদ্দিন আলম। গানগুলোর সুর সঙ্গীত করছেন শওকত আলী ইমন, সুমন কল্যাণ, জে কে মজলিস, সজীব দাস, নাদিম ভূঁইয়া ও মুহিন খান। গত বছর ডিসেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে, ঘরোয়াভাবে সালমা ও সাগরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে বার অ্যাট ল’ সম্পন্ন করতে সাগর যুক্তরাজ্যে অবস্থান করছেন। কোর্স শেষ করে দেশে আসার পর বিবাহোত্তর আনুষ্ঠানিকতার আয়োজন করার পরিকল্পনা রযেছে সালমার। আর তা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে জানান সালমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ