Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়মুখ অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বৈশাখী টিভির ‘প্রিয়মুখ’ অনুষ্ঠানে নিজের কথা বললেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬.০০ টায় প্রচার হবে। এ অনুষ্ঠানে ড. ইনামুল হক বলেছেন তার জীবনের অজানা অনেক কথা। ড. ইনামুল হক মঞ্চ, বেতার, টেলিভিশনের গুণী অভিনেতা ও নাট্যকার, নির্দেশক, নাট্যবিষয়ক প্রশিক্ষক এবং শিক্ষাবিদ। তিনি ’৬২’র শিক্ষা আন্দোলন, ’৬৯’র গণঅভ্যুত্থান, ’৭০’র নির্বাচন এবং ’৭১’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার- বাক্যটি মনে প্রাণে বিশ্বাস করেন তিনি। নাটকেই তিনি খুঁজে পেয়েছেন তার আপন ঠিকানা। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন যাকে তিনিও নাটকের মানুষ। নাটকের মানুষ তার দুই মেয়ে এবং তাদের জীবনসঙ্গীও। নাটকের সাথে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি ইতোমধ্যেই সাড়ম্বরে উদযাপন করেছেন নাট্যাঙ্গনে তার ৫০ বছর পূর্তি উৎসব। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ড. ইনামুল হক হলেন একজন জেন্টলম্যান। অতীব সজ্জন, বিনয়ী, মিষ্টভাষী ও নিরহঙ্কারি মানুষ। তার প্রতিদিনের যাপিতজীবন অতিবাহিত হয় শিল্প পরিবার, সহকর্মী নাট্যজন, নাট্য সুহৃদ ও অগনিত ভক্তের অকৃত্রিম ভালোবাসায়। শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দুলাল খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ