Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে পুলিশের সাথে ধস্তাধস্তি

গুলিবিদ্ধ-১, কনস্টেবল আহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা নামক স্থানে রাত ১০ টার সময় পুলিশের সঙ্গে একদল যুবকের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশের শর্টগানেরগুলিতে এক যুবক গুলিবিদ্ধ ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ যুবককে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে কামারকান্দা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক শাহাদাত হোসেন শ্যামলকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত সিরাজদিখান থানার কনস্টেবল মো. রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃত ৪ জন হচ্ছে-সজিব মন্ডল (২৩), কৃষ্ণ বাড়ৈ (২৪), গোবিন্দ (২৪) ও জনি সিকদার (২০)। আটককৃতদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা ও নবাবগঞ্জে। গুলিবিদ্ধ যুুবক শ্যামল কেরনাীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর গ্রামের তাহের আলীর ছেলে।

সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন যুবক কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় সিরাজদিখান উপজেলার কামারকান্দা পুলিশ বক্সের সামনে পুলিশ মোটরসাইকেল আরোহীদের থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহী পুলিশের সিগন্যাল অমান্য করে নবাবগঞ্জের দিকে চলে। কিছুক্ষন পর নবাবগঞ্জ থেকে মোটরসাইকেল আরোহীরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে ফিরছিল। পুনরায় পুলিশ বক্সের সামনে এলে সিগন্যাল পেয়ে মোটরসাইকেল আরোহী সেখানে থামে।
এ সময় মোটরসাইকেল আরোহী যুবকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় ও উভয়ের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। এক পর্যায়ে পুলিশের শর্টগান থেকে অসাবধানতা বশত: গুলি বের হয়ে যায়। এতে শ্যামল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশ কনস্টেবল রাসেল আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ