Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ট্রাফিক অভিযান সাড়ে ৭ হাজার মামলা, জরিমানা ৩৬ লাখ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:২৬ এএম

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে ৭ হাজার ৪৭০ মামলা ও ৩৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। গত বুধবার দিনব্যাপী এ অভিযান চলে। ট্রাফিক সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ১৮৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহারে ৪টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১৬৭৮টি, স্টিকার ব্যবহার করায় ২টি, মাইক্রোবাসে কালো গøাস লাগানোয় ১৪টি ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় ৩০টি মামলা দেওয়া হয়। এময় ৩ হাজার ২০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৫২টি মোটর সাইকেল আটক করা হয়। অভিযানে ৪৪টি গাড়ি ডাম্পিং ও ৮০৪টি গাড়ি রেকার করা হয়েছে।

 



 

Show all comments
  • ash ১৫ মার্চ, ২০১৯, ১:১১ পিএম says : 0
    ATO MAMLA KORAR DORKAR KI?? MAMLA KORE ARO MAMLA JOT KORAR JONNY?? HATE FINER TICKET DHORIE DEWA HOY NA KENO?? 21 DINER MODDY FINE PAY KORTE HOBE, NA HOLE DOUBLE FINE, TAO JODI NA DAY, TOKHON MAMLA KORA JETE PARE !! ETE MAMLAR JOT KOMBE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ