Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালা কেমিক্যালকে ৫০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ‘মালা কেমিক্যাল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। খাদ্য পণ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহার্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ বিক্রয় ও সংরক্ষণ করায় এ দÐ দেয়া হয়। গতকাল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১০ এর নেতৃত্বে এ অভিযান চলে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে খাদ্য পণ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহার্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ বিক্রয় ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অপরাধের দায় স্বীকার করলে তাদেরকে ৫০ লাখ টাকা জরিমানা ও ৪৫ টন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ