Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনে অতিরিক্ত-যুগ্মসচিব ও উপসিচিব পদে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

প্রশাসনে এক অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (অতিরিক্ত) গৌতম আইচ সরকারকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. শহিদুল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মো. নুরুল আলমকে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (যুগ্মসচিব) মো. রাহাত আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ও এসডি যুগ্মসচিব তাহমিদ হাসনাত খানকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। বাংলাদেশ বেতারের পরিচালক (যুগ্মসচিব) খান মো. রেজাউল করিমকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক করা হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ময়নুল হক আনসারীকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. আব্দুল মালেককে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামালকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
এছাড়া রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার মোসা, তাসলিমা খাতুনকে রাজশাহীর কৃষি বিপণন অধিপ্তরের উপ-পরিচালক করা হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সিলেটের উপ-পরিচালক শেখ কামরুল হাসানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলী, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক করা হয়। এছাড়া আরো তিন উপসচিবকে বদলী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ