বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে মিরপুরের মধ্য মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে মিরপুর মধ্য মনিপুর চেতনা বহুমুখী সমবায় সমিতির পাশে মা সামছুন নাহারের সঙ্গে থাকতো। তার বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী।
নিহতের মামা কামরুল হুদা বলেন, সকালে বাসার সামনে গেলে কোন একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন যানবাহনের ধাক্কায় অনিকের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, কি ধরণের যানবাহনে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দেয়া তথ্যে এটি দুর্ঘটনা কিনা সে বিষয়েও আমরা নিশ্চিত নই। বাসার ছাদ থেকে পড়েও তার মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।