Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের উন্নয়ন প্রশংসনীয় -মেয়র নাছিরের সাথে সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ১২:৩৪ এএম, ১৪ মার্চ, ২০১৯


চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংক বলেছেন, এ অগ্রগতি প্রশংসার দাবিদার। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, সাগর-নদী সবকিছু মানুষকে আকৃষ্ট করে। তিনি গতকাল (বুধবার) নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন। এ সময় ইইউর বাণিজ্য উপদেষ্টা আবু সাইয়েদ মোঃ বেলাল, স্পেনের রাষ্ট্রদূত আলবারো ডিসালাস, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেরি ভারুইজ, ইটালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এবং চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, সচিব মোঃ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ইইউ রাষ্ট্রদূতগণ মেয়র কার্যালয়ে পৌঁছলে মেয়র তাদের স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছাসহ সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। প্রতিনিধি দলের নেতা তিরিংক বলেন, ইইউ বাংলাদেশের শিক্ষা খাতের ক্ষেত্রে বড় উন্নয়নের অংশীদার। রাষ্ট্রদূতরা বাংলাদেশের সম-সাময়িক উন্নয়ন ও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ভূয়শী প্রশংসা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ