বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাত্র কয়েক সেকেন্ডেই যেকোনো ধরনের তালা ভাঙ্গতে পারে জাহাঙ্গীর আলম (৪০)। এরপর বাসায় ঢুকে চুরি করে সে। ফেরিওয়ালার বেশে নগরীর অলিগলিতে ঘুরে বেড়ায়। এরপর সুযোগ বুঝে কোন তালাবদ্ধ ঘরে তালা খুলে বা ভেঙ্গে মুহূর্তে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেয়। তালা ভাঙ্গা চোর চক্রের নেতা জাহাঙ্গীরকে তার এক নারী সহযোগীসহ গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গতকাল বুধবার এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরীর বিভিন্ন এলাকায় চুরি করে বেড়ায় জাহাঙ্গীর আলম। দিনদুপুরে তালা ভেঙ্গে ঘরে ঢুকে সে। এরপর সহযোগীদের নিয়ে চুরি করে। তিনি জানান, মাত্র ৬ সেকেন্ডেই যেকোনো ধরনের তালা ভাঙা বা খুলতে সক্ষম জাহাঙ্গীর। দিনের বেলা পুরাতন কাপড় বা পেপার কেনার ছদ্মবেশে মাথায় টুকরি নিয়ে বিভিন্ন বাসায় যান। টুকরিতে থাকে তালা ভাঙার সরঞ্জাম। টার্গেট করেন বাইরে থেকে তালাবন্ধ বাসাকে। অল্প সময়ে চুরি করে সটকে পড়েন জাহাঙ্গীর।
জাহাঙ্গীর আলম ও রেহেনা বেগমের কাছ থেকে ১৪৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল, ১০৬ জোড়া জুতা, কাপড়সহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন। চুরি ও তালা ভাঙার কৌশল সম্পর্কে পুলিশের কাছে স্বীকার করে জাহাঙ্গীর আলম। কীভাবে তালা ভাঙেন তাও পুলিশ কর্মকর্তাদের দেখায় সে। গতকাল ভোরে কোতোয়ালী থানার পুরাতন স্টেশন রোড থেকে জাহাঙ্গীর আলম ও তার সহযোগী রেহেনা বেগমকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর চন্দনাইশ উপজেলার ইসলামিয়াবাদ পশ্চিম কেশুয়া এলাকার নুরুল ছফার ছেলে। রেহেনা বেগম পটিয়া উপজেলার জংশনপাড়া এলাকার জানে আলমের স্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।