Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত এলাকায় স্বামীকে মারধর স্ত্রীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 ময়মনসিংহ আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মারপিটের শিকার হয়েছেন স্বামী মোর্শেদ আলী। গতকাল (বুধবার) দুপুরে এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।
মামলায় স্ত্রী রিপা আক্তারসহ ৩ জনকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলেন- শ্বশুর জয়নাল আবেদীন ও শাশুড়ী জোসনা বেগম।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। তিনি জানান, গত ১১ মার্চ স্ত্রী রিপা আক্তারের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন স্বামী মোর্শেদ আলী।

ওইদিন দুপুরে স্বামী মোর্শেদ আলীকে আদালত এলাকায় পেয়ে মারপিট করে আহত করেন স্ত্রী ও অন্যরা। এ সময় তারা স্বামীকে মারধর করে একটি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ