পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দৈনিক ইনকিলাব সম্পাদক এবং জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সাথে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছে। গতকাল বুধবার দুপুরে মহানগরীর একটি অভিজাত হোটেলে এ সাক্ষাতকালে ইনকিলাব সম্পাদক ছাত্রলীগ নেকা-কর্মীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের যুব সমাজের একটি বড় অংশ আজ মাদকের মরণ নেশায় আসক্ত। এর ফলে আগামীতে গোটা জাতির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি মাদকের বিরুদ্ধে ছাত্র সমাজকে কঠোর অবস্থান গ্রহন করার আহ্বান জানান। ইনকিলাব সম্পাদক বলেন, দেশের সুনাগরিক হিসেবে নিজেদের ও সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে গড়ে তুলে আগামী বাংলাদেশের নেতৃত্ব গ্রহণে প্রস্তুতি নিতে হবে।
জবাবে ছাত্রনেতারা বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে তাদের অঙ্গীকারের কথা বলেন। এসময় বরিশাল মহানগর ছাত্র লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি উজ্জল হাওলাদার, বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান ইয়াদও উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।