Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নারী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার উপজেলার রাজফুলবাড়িয়া এলাকা থেকে এক নারী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার জনৈক নান্নু মিয়ার বাড়ির একটি তালাবন্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় বুধবার দুপুরে নিজ ভাড়া বাসার একটি টিনশেড রুমের জানালা দিয়ে অজ্ঞাত ওই নারী শ্রমিকের অর্ধগলিত লাশ দেখতে প্রায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারনা আগেই ওই নারী শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার পর রুমে তালা ঝুলিয়ে পালিয়ে যায় তার স্বামী।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, নিহত ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ