পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাপানি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুজুকি মটরসের নতুন মটর সাইকেল বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র্যানকন মটর বাইকস। মঙ্গলবার (১২ মার্চ) রাতে রাজধানীর রেডিসন বব্লু হোটেলে নতুন পণ্য- সুজুকি হায়াতে ১১০, সুজুকি বার্গম্যান স্ট্রীট ১২৫ এবং সুজুকি জিএসএক্সআর ১৫০ নামের নতুন তিনটি সুজুকি মটর বাইকের ঘোষণা দেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র্যানকন মটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক শওন্ হাকিম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিক উর রহমান।
র্যানকন কর্মকর্তারা ছাড়াও এক্সজন কবির, ডন সামড্যানি এর মতো জনপ্রিয় তারকাদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে বলে জানান কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন বাইকার কমিউনিটিসহ বাইক ব্লগার যেমন- জিক্সার ক্লাব বাংলাদেশ, বাইক বিডি, দেশী বাইকারস, জিএসএক্স ক্লাব বাংলাদেশ, মোটরসাইকেল ভ্যালীসহ র্যানকন মটর বাইকস লিমিটেডের অন্যান্য ব্যাবসায়িক অংশীদার গ্রুপের সকলেই অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যানকন মটর বাইকের ব্যাবস্থাপনা পরিচালক শাওন হাকিম বলেন, র্যানকন মটর বাইকস লিমিটেড গত পাঁচ বছর ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং খুব দ্রত তারা উন্নতি করছে। তার ধারাবাহিকতায় বাজারে এই নতুন তিন মডেল বাইকের জগতে নতুন গেম চেঞ্জার হিসেবে জায়গা করে নিবে। আমরা বরাবরের মতোই সকল বাইকারদের জন্য সবসময় স্টাইলিশ এবং উন্নত মানের প্রোডাক্ট সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।