Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান

চার নারীসহ গ্রেফতার ৬০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:৪১ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাব। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফফতার করেছে। তাদের কাছ থেকে ৪ হাজার ৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৫ গ্রাম ১ হাজার পুরিয়া হেরোইন, ৯১০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেন্সিডিল, ২ লিটার বিদেশী মদ ও ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৪০টি মামলা করা হয়েছে।
র‌্যাব-৩ সূত্র জানায়, মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে কাজল হাসান খন্দকার ওরফে সোহাগ ও আমান উল্লাহ ওরফে আনিস নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
এদিকে, র‌্যাব-৪ এর নেতৃত্বে বিমান বন্দর গোল চত্ত¡র এলাকায় অভিযান চালিয়ে ৪ নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলো- ফাতেমা বেগম (৪৫), হাসনা বেগম (৩৮), শারমিন আক্তার (১৮) ও পপি আক্তার (৩০)। তাদের কাছ থেকে
২০ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৭ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর এবং টংগী এলাকায় পাইকারী ও খুচরা মাদক ব্যবসার কথা স্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ