Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানাজায় লাখো মানুষের উপস্থিতি

সিলেটে দরগাহ মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সিলেটের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমূল উলূম হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কালাম যাকারিয়ার জানাজার নামাজ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে সকাল ১১টায় লাখো মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় সিলেট এবং দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষ অংশ নেয়।
জানাজায় ইমামতি করেন দরগাহ মাদরাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহ্বিবুল হক গাছবাড়ি। জানাজা শেষে প্রবীণ এই আলেমকে সিলেট দরগাহ মাদরাসার হিফযখানার বোর্ডিংয়ের সামনে শায়িত করা হয়েছে।

মরহুমের লাশ আলিয়া মাদরাসা মাঠে দেখতে আসেন দরগাহ মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষক, ছাত্র ও সিলেটের নানা পেশার মানুষ। এসময় আলিয়া মাদরাসা ময়দান এক শোকাবহ পরিবেশ বিরাজ করে। মুফতি আবুল কালাম যাকারিয়ার জানাজার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনৈতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও জামেয়া মাদানীয় আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন, বোর্ডের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহপুর মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, ধনুকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মুক্তিচর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, আল্লামা শফিকুল আহাদ, সিলেট এম.সি কলেজের প্রফেসর মাহমুদুল হাসান, মরহুমের ভাই প্রফেসর দেলওয়ার হোসেন, জামাতা মুজম্মিল হোসেন, দরগাহ মাদরসার সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন, অ্যাডভোকেট এম.এ রকিব, কাউন্সিলর তৌফিকুল হাদী, দরগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মো. হাসান, মাওলানা এনামূল হক, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী প্রমুখ।
গত সোমবার দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়ার বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদরাসায় আসরের নামাজের অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে ইন্তেকাল করেন।
মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ই মার্চ জন্ম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ভাগুয়া গ্রামে। তিনি খলিফায়ে মাদানী শায়খ আব্দুল হক গাজীনগরী (রহ.) এর জামাতা ও আল্লামা মাহমুদুল হাসানের অন্যতম খলিফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ