Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার পাটকলে উৎপাদন বন্ধ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম


বকেয়া মজুরি, পাট ক্রয়ের টাকা বরাদ্দ, মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে খুলনার পাটকলে উৎপাদন বন্ধ রেখে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছে শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া খুলনাসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে একসঙ্গে ২৪ ঘণ্টার এ ধর্মঘট পালন করে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা, যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের মজুরি কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট পালন করে।
এর আগে ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও ননসিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করে সাত দিনের আন্দোলন কর্মসূচির ডাক দেয়।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা,যশোর অঞ্চলের আহŸায়ক মো. মুরাদ হোসেন বলেন, ৯ দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটে খুলনাঞ্চলের প্রায় স্থায়ী-অস্থায়ী ৩৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে।
তিনি সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর রোয়েদাদ, অবিলম্বে মজুরি কমিশন, বকেয়া মজুরি, পাট ক্রয়ের টাকা বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিকসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহŸান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ