বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক ইটভাটার শ্রমিক ঠিকাদার হাবিবুর রহমান সবুজ (২৬) হত্যাকাÐের ক্লু উদ্ঘাটন করেছে র্যাব। এ হত্যাকাÐে অংশ নেয় ৫ কিলার। মূলত ‘হত্যাকারীদের একজন’র স্ত্রী’র সঙ্গে সবুজের ‘পরকীয়া’ ও অনৈতিক কর্মকাÐের কারণেই নৃশংসভাবে হত্যা করা হয়। র্যাবের তদন্তে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে, খÐ খÐ করে হত্যাকাÐের সঙ্গে জড়িত মূল ঘাতকসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে ফকিরহাটের সরদার আসাদুজ্জামান ওরফে আসাদ (৩৮) ও বটিয়াঘাটার অনুপম মহলদার (৩৪)। গত সোমবার ভোরে তাদের পৃথক স্থান থেকে আটক করা হয়। এ সময় সবুজের নাড়ি-ভুঁড়ি, কাটা পা, তার ব্যবহৃত মোটরসাইকেল এবং হত্যাকাÐে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক সরদার আসাদুজ্জামান আসাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সরদার বাড়ির মৃত নূরুল হক সরদারের ছেলে ও অনুপম মহলদার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাটবাটী গ্রামের নিভান মহলদারের ছেলে। এর মধ্যে আসাদের বিরুদ্ধে খুলনার খালিশপুর, ফুলতলা ও ঢাকার নারায়ণগঞ্জ থানায় ৩টি হত্যা মামলা এবং অনুপমের বিরুদ্ধে খুলনার ফুলতলা, খালিশপুর ও বটিয়াঘাটা থানায় ৩টি হত্যাসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাÐের কারণ সম্পর্কে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমাÐার মেজর মো. শামীম সরকার বলেন, হত্যাকাÐে সম্পৃক্ততার অভিযোগ থাকা একজনের স্ত্রীর সাথে নিহত সবুজের পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্ক ছিল। এ কারণে আসামিদের যোগসাজসে হাবিবকে হত্যার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা মোতাবেক হত্যা করা হয়। হত্যাকাÐে ৫ জন অংশ নেয়। বাকি ৩ জনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, মামলাটি রেকর্ডের পর খুলনা সদর থানা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনায় হস্তান্তর করা হয়। এ কারণে গ্রেফতারকৃতদের পিবিআই’র কাছে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।