Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমই মেলা দেশীয় পণ্য পরিচিতির মঞ্চ ময়মনসিংহে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, এসএমই পণ্য মেলা দেশীয় পণ্যকে সবার কাছে পরিচিত করার একটি মঞ্চ। এই মেলা উদ্যোক্তাদের স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমেই একজন ছোট উদ্যোক্তা থেকেই বড় ব্যবসায়ী হওয়া সম্ভব। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করতে আমরা স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অধিক পরিমাণে দেশীয় পণ্য রফতানির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে স্বনির্ভর করতে হবে। এ সময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, র‌্যাব-১৪’র অধিনায়ক লে. কর্ণেল ইফতেখার উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ খালেকুজ্জামান তালুকদার ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি শংকর সাহা। পরে টাউনহল প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের টাউনহলে গিয়ে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ