Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বকুল কথা’র নাচের দৃশ্য নিয়ে মানসিক চাপে উষসী রায়

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’র মূল চরিত্রের অভিনেত্রী উষসী রায় এখন সিরিয়ালের কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ে অংশ নিচ্ছেন। “আমরা একটি অডিটোরিয়ামে শুটিং করছি। এখানে ভাশুরের মেয়ে মিষ্টির সঙ্গে তার স্কুল ফাংশনে বকুল একটি ক্লাসিকাল নাচে পারফর্ম করছে। আমি খুব বেশি রিহার্স করতে পারিনি বলে মানসিক চাপে আছি। আমি নাচতে ভালবাসি, তবে ক্লাসিকালের জন্য খুব অনুশীলনের দরকার। আশা করি আমি এই দৃশ্যে সন্তোষজনক পারফর্মেন্স করতে পেরেছি,” উষসী বলেন। সিরিয়ালের চলতি কাহিনীর ধারা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “বকুল মন্ত্রী রজতাভ রক্ষিতকে নকল পিস্তল দিয়ে ভয় দেখাবার পর তার বাইকের চাকা পাংচার হয়ে যায় তার পৌঁছার আগেই রজতাভ পুলিশ নিয়ে তার বাড়িতে চলে যায় তাকে আটক করার জন্য কিন্তু বকুল সময় মত বাড়ি পৌঁছে যায়।” নাচে তার প্রিয় মানুষ কে জানতে চাইলে উষসী বলেন, “ আমার সবসময়ের প্রিয় হৃতিক রোশন আর মাধুরী দীক্ষিত। তবে সাবলীল নাচেন বলে এখন আমার প্রিয় টাইগার শ্রফ।”



 

Show all comments
  • Bashir Ahmed ১৩ মার্চ, ২০১৯, ২:২৭ এএম says : 0
    she is a good actress
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ