Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টার্মিনেটর সিক্স’ দলে আছেন জেমস ক্যামেরন -শোয়ার্জেনেগার

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার জানিয়েছেন ‘টার্মিনেটর’ সিরিজের ষষ্ঠ পর্বের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এই ফ্র্যাঞ্চাইজের সূচনাকারী জেমস ক্যামেরন। তবে পরিচালক হিসেবে থাকছেন টিম মিলার। ক্যামেরন মূল ‘দ্য টার্মিনেটর’ ফিল্মটি পরিচালনা করেছিলেন, এখন তিনি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ চলচ্চিত্রটির একাধিক সিকুয়েল নিয়ে কাজ করছেন। শোয়ার্জেনেগার জানিয়েছেন ‘অ্যাভাটার নিয়ে ব্যস্ত থাকার পরও তিনি ‘টার্মিনেটর’কে সময় দিয়েছেন টিম মিলারের সঙ্গে সহ-কাহিনীকারের দায়িত্ব নিয়ে। এছাড়া তিনি চলচ্চিত্রটির সহ-প্রযোজকও। “টিমের সঙ্গে এই ফিল্মে কাজ করা উপভোগ করেছি, প্রযোজক হিসেবে জিম ক্যামেরন আর তার সংশ্লিষ্টতা ছিল গতিময়। জিম ক্যামেরন এখন ‘অ্যাভাটার’ পরিচালনা করছেন, এতো ব্যস্ততার মধ্যে এটি ছিল তার জন্য বিশাল চ্যালেঞ্জ,” শোয়ার্জেনেগার বলেন। নির্মীয়মাণ ফিল্মটিতে স্যারাহ কনরের ভূমিকায় ফিরছেন লিন্ডা হ্যামিল্টন। তিনি ১ম ২য় এবং চতুর্থ পর্বে এই চরিত্রটি করেছেন। তৃতীয় পর্বে চরিত্রটি নেই আর ৫ম পর্বে করেছেন এমিলিয়া ক্লার্ক। ক্যামেরন সিরিজের ২য় পর্ব ‘টার্মিনেটর টু: জাজমেন্ট ডে’ (১৯৯১) পরিচালনা ও প্রযোজনা করেছেন। ষষ্ঠ পর্বটি এই পর্বের পরের কাহিনী যাতে পরের তিন পর্ব ‘টার্মিনেটর থ্রি : রাইজ অফ দ্য মেশিন্স’ (২০০৩), ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) এবং ‘টার্মিনেটর জেনেসিস’ (২০১৫) কিছু উদ্ধৃতি থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ