Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী ঠিকাদার মোহাম্মদ সামছুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার সকালে গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক, ঠিকাদার সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সংহতি জানিয়ে এই মানববন্ধনে অংশ নেয়।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মঞ্জুর আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাফিজুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, এলজিইডির সহকারি প্রকৌশলী আশফাকুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশার, মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ