Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচন-পরবর্তী সহিংসতার শঙ্কা

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

জামালপুরের ইসলামপুরে ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পরাজিত প্রার্থী জিয়াউল হক জিয়ার সমর্থকরা উপজেলা আ.লীগ সভাপতি ও স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলালকে মোবাইল ফোনে হত্যার হুমকি এবং দলীয় নেতাকর্মীদের নানা ধরণের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল।

সংবাদ সম্মেলন অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল বলেন, ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে আনারস প্রতীকের প্রার্থী জিয়াউল হক জিয়ার সমর্থকরা আ.লীগের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নানা ধরণের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করছেন। ফলে নির্বাচনে দায়িত্বপালনকারী বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী, দলীয় নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান-মেম্বাররা হুমকির ভয়ে তটস্থ রয়েছেন। সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, চিনাডুলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম, বেলগাছা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক রেজাসহ অনেকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের মারপিট, অপহরণ ও খুনজখমের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ সময় উপজেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, জেলা পরিষদ সদস্য মজনু মন্ডল প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ