Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমী শিক্ষা বিরোধিতাকারী ও কাদিয়ানীদের রুখতে হবে

সমাবেশে শীর্ষ ওলামায়ে কেরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:৪০ এএম

আদর্শ শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি হয় না। আদর্শ শিক্ষা হলো কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা। এ শিক্ষার আলোকেই রাসূল (সা.) আরবের বর্বর জাতিকে আলোকিত করে আদর্শ সোনার মানুষে পরিণত করেছিলেন। রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করেই অনেকে আলোকিত হয়েছেন। হযরত ওমর (রা.) কুরআনের পরশে আলোকিত হয়ে গোটা মুসলিম জাহানকে করেছিলেন আলোকিত। বাংলাদেশসহ গোটা পৃথিবীতে বিরাজমান অরাজকতা ও অস্থিরতার হাত থেকে মুক্তির একমাত্র পথ কুরআনের শিক্ষা ও রাসূলের (সা.) আদর্শের অনুসরণ। কুরআনের শিক্ষা ও রাসূলের আদর্শের প্রকৃত অনুশীলন হচ্ছে কওমী মাদরাসাগুলোতে। গতকাল বিকেলে উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে শীর্ষ উলামায়ে কেরাম এসব কথা বলেন। শায়খুল হাদিস আল্লামা আজীমুদ্দীন-এর সভাপতিত্বে ও বিশিষ্ট আলেম মুফতি কেফায়েতুল্লাহ আযহারীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট আলেম আল্লামা মুফতি আরশাদ হারদুঈ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান। বক্তব্য রাখেন, বেফাক মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস। মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রুহুল আমীন খান উজানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইউবী, মাওলানা মামুনুল হক, মাওলানা মাসউদুল করীম, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মুফতি আরশাদ বলেন, কওমি মাদরাসা থেকে প্রকৃত মানুষ তৈরি হয়। এ মাদরাসাগুলো না থাকলে আমরা প্রকৃত ধর্ম নিয়ে টিকে থাকতে পারব না। মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, কওমি মাদরাসা থাকলে দীন থাকবে আর দীন থাকলে পৃথিবী ও আমরা সঠিকভাবে থাকতে পারব। নাস্তিক মুরতাদ ছাড়া কেউ কওমী মাদরাসার বিরোধিতা করতে পারে না। নুরুল ইসলামী ওলিপুরী বলেন, কওমি মাদরাসা বিরোধিতাকারী ও কাদিয়ানী একই সূত্রে গাঁথা। সময় এসেছে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার। সরকারের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ