Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৭ পা রাখলেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আজ প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। তিনি ৬৭ বছরে পা রাখছেন। জন্মদিনে সাধারণত ফেরদৌস ওয়াহিদ নিজের গ্রামের বাড়ি বিক্রমপুরের শ্রীনগর থানার দক্ষিন পাইকশা’তে সাধারণ মানুষের সঙ্গে কাটান। তাদের সঙ্গেই খাওয়া দাওয়া করে সময় কাটান। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি ভাইদের মধ্যে সবার ছোট। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। ফেরদৌস ওয়াহিদ বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’ ফেরদৌস ওয়াহিদ তার নিজের আজকের অবস্থানের পেছনে শ্রদ্ধেয় ফিরোজ সাঁইয়ের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ফেরদৌস ওয়াহিদ বর্তমানে তার দ্বিতীয় সিনেমা ‘দুর্ধর্ষ অভিযান’র শূটিং নিয়ে ব্যস্ত। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করছেন তিনি। তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’। ফেরদৌস ওয়াহিদের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ