প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চম্বল উপত্যকা। এখানকার দুই ধরনের মানুষকে নিয়ে এই গল্প- ডাকাত আর পুলিশ। ডাকাত দলের সর্দার মান সিং (মনোজ বাজপেয়ি)। ডাকাত হলেও তারা নিজেদের বাগি বা বিদ্রোহী বলে তারপর সর্দার হবার আশায় আছে লখন (সুশান্ত সিং রাজপুত) এবং ওয়াকিল (রণবীর শোরে)। লুটের মাল নিরাপদে রাখা আর দলের নিরাপত্তার দায়িত্ব দুই সহকারীর ওপর। পরিস্থিতি তাদের বিরুদ্ধে গেলে তার লোকালয় ছেড়ে উপত্যকাঞ্চলে চলে যায়। বীরেন্দ্র সিংয়ের (আশুতোষ রানা) নেতৃত্বে পুলিশের অভিযানে সর্দার নিহত হলে ওয়াকিল বাগির জীবন যাপনের সিদ্ধান্ত নেয় আর লখন পরিকল্পনা করে আত্ম সমর্পণের, কিন্তু তাই সহজ নয়। এদিকে ইন্দুমতী (ভূমি পেদনেকার) নামে এক গৃহবধূ এক কিশোরীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে গিয়ে পরিবার প্রধানকে খুন করে ফেলে এতে পরিবারের লোকজন তাকে তাড়া করে। কিশোরীকে নিয়ে পলায়নের পথে সেও ডাকাত দলকে তাকে আশ্রয় দিতে বলে। তার রাজিও হয়ে যায়। এতে ডাকাতদের আরেক দল শত্রু সৃষ্টি হয়।
বলিউড শীর্ষ পাঁচ
১ লুকা ছুপ্পি
২ সোনচিড়িয়া
৩ টোটাল ধামাল
৪ গালি বয়
৫ এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।