প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিল জরডান পরিচালিত থ্রিলার ফিল্ম ‘গ্রেটা’। ‘বাইজেন্টিয়াম’ (২০১২), ‘ওনডিন’ (২০০৯), ‘দ্য ব্রেভ ওয়ান’ (২০০৭), ‘ব্রেকফাস্ট অন প্লুটো’ (২০০৫), ‘দ্য গুড থিফ’ (২০০২), ‘দি এন্ড অফ দি অ্যাফেয়ার’ (১৯৯৯), ‘মাইকেল কলিন্স’ (১৯৯৬), ‘দ্য ক্রাইং গেইম’ (১৯৯২), ‘উই’য়ার নো এঞ্জেল’ (১৯৮৯), ‘হাই স্পিরিটস’ (১৯৮৮), ‘মোনা লিসা’ (১৯৮৬), ‘দ্য কম্পানি অফ উল্ভস’ (১৯৮৪), ‘এঞ্জেল’ (১৯৮২) জরডান পরিচালিত চলচ্চিত্র। সহজ-সরল তরুণী ফ্রান্সেস (ক্লোয়ি গ্রেস মোরেটজ) নিউ ইয়র্ক নগরীতে একা থাকে। পাতাল রেলে ভ্রমণের সময় সিটে ফেলে রাখা একটি মেয়েদের হ্যান্ডব্যাগ পায় সে। সে ব্যাগটি সেটির মালিক গ্রেটার (ইসাবেল হাপার্ট) কাছে পৌঁছে দেয়। গ্রেটা ফরাসী বংশোদ্ভূত বিধবা ও নিঃসঙ্গ একজন পিয়ানো শিক্ষিকা। সদ্য মা হারাবার পর ফ্রান্সেস গ্রেটার কাছে মায়ের মত আশ্রয় খুঁজে পাবার চেষ্টা করে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। কিন্তু সে জানতেও পারেনি কোন খেয়ালিপনার জালে সে আটকে পড়েছে।
হলিউড শীর্ষ পাঁচ
১ হাউ টু ট্রেইন ইওর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড
২ ম্যাডিয়া ফ্যামিলি ফিউনারেল
৩ অ্যালিটা ব্যাটল এঞ্জেল
৪ গ্রিন বুক
৫ গ্রেটা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।