Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতুর অভাবে বেগুনের কেজি ৩ টাকা!

রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সর্তার মিষ্টি (পুতো বেগুন) বেগুন ১০ টাকায় ৩ কেজি বিক্রি করতে পারছেনা কৃষকরা!। যে বেগুন মাস দু-এক মাস আগেও ছিল প্রতি কেজি ৬০-৭০ টাকা। এতে কৃষকরা মন খারাপ করে উম্মুক্ত মাঠে, রাস্তায় বড় বড় আঁটি মেরে রেখেছেন। কৃষকরা বলেন, ক্ষেত থেকে এই বেগুন তুলতে দৈনিক মুজুরি দিতে হয় জনপ্রতি ৬০০ টাকা। তাছাড়া পোকা দমনের দিতে হয় নানা ধরনের কীটনাশক। চারায় বোর দিতে হয় (পানি দেয়া) মাসে দুই বার। এতে করে তাদের বেশি লোকসান গুণতে হচ্ছে।

এলাকার কৃষক ও ব্যাবসায়ী নুর মুহাম্মদ, খিরামের সদ্য নির্বাচিত ইউপি সদস্য নঈম উদ্দিন সওদাগর, মেম্বার আব্দুস শুক্কুর সওদাগর, জাহেদ হাছান রাজু, আক্তার হোসেন, রনি, হারুন, সেলিম, শাহাবউদ্দীনসহ অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা এলাকায় শাক-সবজি, ফল-ফলাদি সবার আগেই উৎপন্ন করে থাকি। কিন্তু ফটিকছড়ি-রাউজানের সীমানায় হচ্চারঘাটে খড়স্রোত সর্তাকালে একটি ব্রিজের অভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় লোকসান গুণতে হয় প্রতিবছর। যাতায়াত ব্যাবস্থা ভাল না হওয়ায় রাউজান-ফটিকছড়ির মাঠ ঘাটে উৎপাদিত ফসল ফেলে রাখতে হয়।

এলাকার সাবেক মেম্বার আব্দুল লতিফ বলেন সর্তাব্রীজ না থাকায় অনেক কষ্ট করে নদী পার করে রাউজানের উত্তর হলদিয়ায় স্তুপ করে রাখতে হয় সবজিগুলো। রাউজানমুখি হয়ে সবজিগুলো বাজারজাত করতে পারলে সময় সল্পতা অনেকাংশে কম যাবে।
স্থানিয় ইয়াছিন সওদাগর, ইউছুফ, নাজিম উদ্দিন, আলী ড্রাইভার, নুর মুহাম্মদ সওদাগর বলেন, আমাদের এলাকায় ১২টি গরু খামার, ৩৫টি মাছের প্রজেক্ট, ৫৫টি পোল্ট্রি খামার, প্রায় ২ হাজার একর এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির ফল, উন্নত মানের বৃক্ষ ও বাশঁ বাগান রয়েছে। পাশাপাশি বার্মাছড়ি বাজার, খিরাম দৌলত মুন্সীর হাঠ,খিরাম চৌমুহনী বাজার, ফুলতলি বাজার (হচ্ছারঘাট) সহ এসব এলাকায় শত-শত মানুষ কৃষির উপর নির্ভরশীল। সরেজমিন গিয়ে কথা বলে জানাগেছে হচ্ছারঘাট ব্রীজ না থাকায় প্রায় ৬৭ কিঃমিঃ পথ অতিক্রম করে নানুপুর নাজিরহাট ও হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরে যেতে হয় জনসাধারনকে।

কিন্তু হচ্ছারঘাট ব্রীজটি হলে ৬৭ কিঃমিঃ পথটি ৪০ কিঃমিঃ নেমে আসবে। আর তখন রাউজান হয়ে চট্টগ্রাম শহরে যেতে সময় লাগবে দেড় ঘন্টা। রাউজান সদর সহ চট্টগ্রামে তরতাজা শাক সবজি ফল ফলাদির চাহিদা বাড়বে প্রতিনিয়ত। লাভবান হবে নিরলস পরিশ্রমী হাজারো খেতিরা। তাছাড়া শিক্ষা সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীর, চিকিৎসা সুবিধা বঞ্চিত রুগীর উপকার হবে শতভাগ।

এদিকে হলদিয়া হচ্ছারঘাট ব্রীজ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক ও হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা দিদারুল আলম আলকাদেরী বলেন, রেলপথ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চারবারের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি হলদিয়া হচ্ছারঘাট এলাকায় ব্রীজ নির্মান যাবতীয় ফাইল মনিটরিন করছেন। দিদার জানান ব্রিজ নির্মানের যাবতীয় ইঞ্জিনিয়ারিং প্লেন,সয়েল টেষ্টের কাজও সম্পাদন হয়েছে। শেষ সার্বেয়ারের কাজ সহ দীর্ঘতম প্রকল্পে এল,জি,ই,ডি এটি পরীক্ষা নিরিক্ষা চলমান রেখেছেন। এ ব্যাপারে হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, মাননীয় এমপির সাথে কথা হয়েছে তিনি বলেন রাউজানে যে কয়েকটি নতুন ব্রীজ নির্মিত হতে যাচ্ছে এর মধ্যে হলদিয়া হচ্ছারঘাট ব্রীজ অন্যতম, এ ব্রীজ গুলি প্রক্রিয়াধীন। ব্রীজ বাস্থবায়ন সংগ্রাম কমিটির সহ সভাপতি ও ফটিকছড়ি নবগঠিত ২১ নং খিরাম ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, হাজার হাজার মানুষের দুঃখ মুছার লক্ষে এলাকার উন্নয়নে মানুষের অধিকার আদায়ে চলমান সংগ্রামের ফসল সর্তা ব্রিজ নির্মানে বর্তমান সরকার বরাদ্ধ প্রদান করবেন।

এব্যাপারে ৩বারের নির্বাচিত রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর বাবুল বলেন, আমাদের নির্বাচনী ইস্তেহার ছিল হলদিয়া হচ্ছারঘাট ব্রীজ বাস্তবায়ন করা। তাই ফজলে করিম এমপি মহোদয় ব্রীজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ