Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছের খামার দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামে একজনকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার টানমুশরী এলাকায় ঘটে এ ঘটনা। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানমুশরী এলাকার মোক্তার হোসেন স্থানীয় কৃষকদের নিকট থেকে জমি বর্গা নিয়ে মাছের খামার গড়ে তুলে। খামার দখলে নিতে স্থানীয় জয়নাল আবেদীন নামে এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধ্বস্তাধ্বস্তির ঘটনাও ঘটেছে। সোমবার সকালে জয়নাল আবেদীন তার লোকজন নিয়ে খামার দখলে নিতে চেষ্টা চালায়। এসময় খামার মালিক মোক্তার হোসেন বাঁধা দেয়। এসময় দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মোক্তার হোসেন, জয়নাল আবেদীন, আক্তার হোসেন, জুলহাস মিয়া, সিরাজ মিয়া, বিল্লাল হোসেনসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামে একজনকে আটক করেছে পুলিশ। উভয়পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আইন শৃঙ্খলা কমিটির সভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, পুলিশ ইন্সপেক্টর শফিউল আজম মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, তারাব পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেন,শামিমা সুলতানা উমা, রুবেল সিকদার, সাইদুর রহমান, সোহেল কিরন, তুষার প্রমুখ।
এসময় মাদক, বাল্য বিবাহ, ভেজাল খাদ্য, যৌতুক, ইফটিজিং সহ নানাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ