Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধনের অপেক্ষায় লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

লালপুর (নাটোর) থেকে আশিকুর রহমান টুটুল | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার ৭৪ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজ শেষ হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে দৃশ্যমান এ ভবনটি। নবনির্মিত ভবনটি উদ্বোধনের মাধ্যমে ৪৭ বছর পরে এই উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজস্ব ভবনে বসার ঠাই পাবে। বর্তমানে লালপুর উপজেলায় ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২৮৮ জন। বিভিন্ন দপ্তরের নিজস্ব ভবন থাকলেও মুক্তিযোদ্ধাদের জন্য কোন আধুনিক ভবন ছিলো না এই উপজেলায়।
সরেজমিনে গতকাল সোমবার সকালে দেখা যায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। উদ্বোধন না হওয়ায় দৃশ্যমান এ ভবনটি এখন বন্ধ রয়েছে।

লালপুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘মুক্তিযোদ্ধাদের দুর্ভোগ লাঘবে ‘জায়গা প্রাপ্তি সাপেক্ষে’ প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সরকার। এই ধারাবাহিকতায় লালপুর উপজেলায় একটি আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের বরাদ্ধ হয়। গত ২০১৭ সালের মে মাসের ২৫ তারিখে লালপুর-বনপাড়া প্রধান সড়কের লালপুর ছয়মাথা নামক স্থানে বাংলাদেশ সরকারের বন্দোবস্তকৃত ০৮ শতক জমির উপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। ৩ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৮ সালের জুলাই মাসের ১৫ তারিখে। নির্মান কাজ শেষে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন,‘আজকের স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করেছি। স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও আমাদের বসার জন্য কোন আধুনিক ভবন এই উপজেলায় ছিলোনা। বর্তমান সরকারের উদ্যোগে আমাদের সেই প্রানের দাবি পূরণ হতে চলেছে। তবে ভবনটি নির্মান কাজ শেষ হলেও এখনো আমরা ব্যবহার করতে পারছিনা এটা আমাদের জন্য দুঃখজনক। ’
লালপুর উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, ‘আমরা অত্যান্ত আন্তরিকতার সহিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ শেষ করেছি এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে খুব দ্রুত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জতির শ্রেষ্ট সন্তানরা নিজস্ব ভবনে উঠবেন।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতি ইনকিলাব কে বলেন, ‘নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজ শেষে হয়েছে। মুুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্বোধন করার কথা তবে জেলা প্রশাসকের মাধ্যমে অফিসিয়াল কিছু কাজ শেষে আশা করছি খুব দ্রুত ভবনটির উদ্বোধনের মাধ্যমে জাতির শ্রেষ্ট সন্তানদের মাঝে হস্তান্তর করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ