Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস

প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:১৮ এএম

মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস মজুদ এবং একই স্থাপনায় কীটনাশক প্যাকেটজাত করায় এক হিমাগারকে ৫০ লাখ টাকা জরিমানা ও মালিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বেলা ১২টা থেকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের এসবি হিমাগারে অভিযান চালিয়ে এ দন্ড দেয়া হয়। র‌্যাব-৩ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ দন্ড দেন। এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস জব্দ করে ধ্বংশ করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মাতুয়াইল এলাকায় এসবি হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৩২০ মণ মহিষের মাংস ও ২৪৫ মণ মাছ জব্দ করা হয়। পরে এগুলো ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ মাংস ও মাছ সংরক্ষণের দায়ে হিমাগারকে ৫০ লাখ টাকা জরিমানা এবং মালিক সেকেন্দার আলীকে এক বছরের কারাদন্ড দেয় আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ