বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদালতের নির্দেশনা অমান্য করায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ জন রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।
পরে সিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এনটিআরসিএর সনদ প্রাপ্তদের দায়েরকৃত ১৬৬টি রিট পিটিশনের যৌথ শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ কতিপয় নির্দেশনা দিয়ে চ‚ড়ান্ত রায় দেন।
কিন্তু এনটিআরসিএ রায়ের নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। মো. সেলিম রেজা, সুলতান মাহমুদ, ইয়াকুব আলী ইমন, সঞ্জয় দাস, শাকিলা সুলতানা, উম্মে সালমাসহ ২৪৫ জন আদালত অবমাননার মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত উক্ত রুল জারি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।