Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাস্কফোর্সের অভিযানের আওতামুক্ত প্লাস্টিক

মতবিনিময়ে মেয়র সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:১৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত টাস্কফোর্সের অভিযানের আওতামুক্ত থাকবে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় পদার্থ। এমনই ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার রাজধানীর চকবাজার মোড়ে উর্দু রোডে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মেয়র। এসময় তিনি বলেন, বিস্ফোরক পরিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক দানা ও অর্গানিক পিগমেন্টকে অবিপদজনক দাহ্য পদার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিস্ফোরক পরিদপ্তরের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ টাস্কফোর্সের অভিযান থেকে প্লাস্টিক দানা ও পিগমেন্টকে আওতামুক্ত ঘোষণা করছে।

তিনি বলেন, প্লাস্টিক দাহ্য পদার্থ নয়। বিস্ফোরক অধিদফতরের ল্যাবরেটরিতে পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। তাই পুরান ঢাকায় প্লাস্টিকের দানা ও পিগমেন্টের (রং) দোকান এবং গোডাউন ব্যবসায় কোনো সমস্যা নেই। তবে যেসব দোকান ও গোডাউনে কেমিক্যাল (দাহ্য পদার্থ; এখন পর্যন্ত ২৯টি কেমিক্যাল চিহ্নিত, এ সংখ্যা ৩৫-এ বৃদ্ধি হতে পারে) রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে। মেয়রের এ ঘোষণার পর পুরান ঢাকার প্লাস্টিক ব্যবসায়ীরা উল্লাসে ফেটে পড়েন এবং কেমিক্যালের দোকান ও গোডাউন উচ্ছেদে মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাঈদ খোকন আরো বলেন, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নগর কর্তৃপক্ষ অতি দাহ্য যেসব কেমিক্যাল রয়েছে, যেগুলো জীবনের জন্য হুমকিস্বরূপ, যেগুলো থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, শত শত মানুষের জীবনহানি ঘটাতে পারে, এমন সব কেমিক্যাল গোডাউন যদি পুরান ঢাকার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়াও প্লাস্টিকের পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র, পানি ও বালি বাধ্যতামূলকভাবে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।
বাংলাদেশ প্লাস্টিক ব্যাবসায়ী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ