Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহাম্মদপুর থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:১৮ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ট্রমা সেন্টারের সামনের রাস্তা থেকে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী
চক্রের চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলো- রুবেল (১৮), লিমন (২২), টুটুল (২২) ও তৌসিফ (১৮)। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, শনিবার রাতে ট্রমা সেন্টারের সামনে অজ্ঞাত পরিচয় এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টানাটানি করার সময় র‌্যাব তাদেরকে ধরতে চেষ্টা চালায়। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবের সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু, স্টেইনলেস ব্লেড ৪টি ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, গ্রেফতারকৃতরা সিএনজি অটোরিক্সার রেক্সিন কভার চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ