Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ৬ জনের লাশ উদ্ধার, অভিযান শেষ

বুড়িগঙ্গায় নৌকাডুবির তদন্তে বিআইডব্লিউটিএ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:১৮ এএম

বুড়িগঙ্গা নৌকাডুবিতে নিখোঁজ থাকা শাহজালালের স্ত্রী শাহিদার আক্তারের (৩২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট আওলাদ ডকইয়ার্ডের কাছে তার লাশ ভেসে উঠে। গতকাল নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৬জনের লাশ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মোস্তফা মহসিন জানান, নৌকাডুবিতে নিখোঁজ থাকা শাহজালাল পরিবারের ৬ জনের লাশ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। এর আগে গত শুক্রবার জামশিদা (২০), গত শনিবার দেলোয়ার (৩৮), তার ৭ মাসের ছেলে জোনায়েদ, মিম (৪) ও মাহির (৬) লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শাহিদার লাশ মর্গে পাঠানো হয়েছে।
নৌকাডুবির এ ঘটনা তদন্তে বিআইডাব্লিউটিএ গত শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবেন বলে জানা গেছে।

তবে না প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটি’এর একজন যুগ্ম-পরিচালক জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন সুরভী-৭ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এর কিছুটা প্রমাণও পাওয়া গেছে।
নৌ পুলিশের এসপি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অবশ্যই মামলা হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাও নেয়া হবে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হচ্ছে।
উল্লেখ্য কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নৌকাডুবির এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ