রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা মূলক অগ্নি নির্বাপন মহড়া ও দুর্যোগ মোকাবেলা প্রস্ততি দিবস উলপক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় গতকাল রোববার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্ততি-হ্রাস করবে জীবন ও সম্পাদের ঝুঁকি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার খুরশিদ আলম চৌধুরী, কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনসারি, তথ্য অফিসার মোহাম্মদ হারুন, পরিসংখন কর্মকর্তা ফজলে রাব্বি, স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ প্রমুখ। কাপ্তাই ফায়ার সার্ভিস শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দূর্যোগ ও অগ্নি নির্বাপন থেকে কিভাবে বাঁচতে বা মোকাবেলা করতে হবে এবং একজন মানুষকে অগ্নি হতে রক্ষা করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের মহড়ার মাধ্যমে সচেতনতা মূলক দেখিয়ে দেয়া হয়। এবং সকলকে অগ্নি হতে সাবধান থাকার ব্যাপারে আহবান জানানো হয়। এসময় বিদ্যালয়ের ৮শ’ শিক্ষার্থী-শিক্ষকসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।